আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাইয়ে দিনভর বৈঠক করেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। গতকাল সকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তারা। বিকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় মতামত নিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের। প্রত্যেক বৈঠকেই তারা জানতে চেয়েছেন কীভাবে হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন ও সংশ্লিষ্টরা কে কীভাবে নির্বাচনী পরিস্থিতির মূল্যায়ন করছেন। সফরসূচি অনুসারে, আজ মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবে। আগামীকাল তারা বৈঠক করবেন নির্বাচন কমিশন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন গতকাল থেকেই মূল কাজ শুরু করেছে। সকালে দলটি রাজধানীর আমেরিকান ক্লাবে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক করে। প্রতিনিধি দলের কো-চেয়ার হিসেবে আছে স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইনডারফুর্থ এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের সাবেক ডেপুটি বনি গ্লিক। আরও আছেন মালয়েশিয়ার সাবেক হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এশিয়া-প্যাসিফিকের এনডিআই রিজিওনাল ডিরেক্টর মনপ্রীত সিং আনন্দ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইআরআইর সিনিয়র ডিরেক্টর জোহানা কাও। এনডিআই এবং আইআরআই সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।বিস্তারিত