আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দফায় দফায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। একজন সিনিয়র নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৯ অক্টোবর) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তালেবান প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক বছরের সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫জনে।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক রয়টার্সকে দেয়া এক বার্তায় নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি ভূমিকম্পে ২ হাজারের বেশি লোক আহত এবং এক হাজার ৩২০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও রয়টার্সকে জানান তিনি।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে।