মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে কী কথা হলো, জানালেন আমির খসরু

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে কী কথা হলো, জানালেন আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ সোমবার সকাল সোয়া ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি পর্যবেক্ষক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, শেখ হাসিনা সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, ওই নির্বাচনে অংশও নেবে না বিএনপি। বাংলাদেশে সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে এ কথা জানিয়েছে তার দল।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যেই প্রশ্নবিদ্ধ নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, তাই বাংলাদেশের মানুষ যেভাবে চায় তাদের একজন নিরপেক্ষ, গ্রহণযোগ্য,বিশ্বাসযোগ্য, আন্তর্জাতিক মানের, অংশগ্রহণমূলক একটি নির্বাচন। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও বাংলাদেশে এমন একটি নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘এর আগে আপনারা দেখেছেন ইউরোপীয় ইউনিয়ন দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে গেছেন। পরে তারা তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে তারা কোন পর্যবেক্ষক পাঠাবে না।’

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ