নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে নির্বাচনের তফসিল ঘিরেই রাজপথ উত্তপ্ত করতে চায় বিএনপি। বর্তমানে দলটির টানা ১২ দিনের কর্মসূচি চলছে। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে আগামী ১৮ অক্টোবর শেষ হবে চলমান কর্মসূচি। ঢাকার সমাবেশ থেকে ঘোষণা করা হবে নতুন ও শেষ ধাপের কর্মসূচি। তবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সময়ে আন্দোলনের কর্মসূচি থাকবে না। শেষ ধাপের আন্দোলন চলতে পারে বিরতিহীন।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবার সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে যত ধরনের কর্মসূচি প্রয়োজন, তারা তা দেবেন। জানা যায়, তফসিল ঘোষণার আগে দেওয়া হতে পারে আলটিমেটাম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার একদফার দাবি না মানলে দেওয়া হতে পারে হরতাল-অবরোধ কিংবা ঢাকা ঘেরাওয়ের মতো চূড়ান্ত কর্মসূচি। শেষ ধাপের ওই কর্মসূচি চলতে পারে বিরতিহীনভাবে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের ঘোষণার পর সরকার আরও চাপে পড়ে গেছে। এতে বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত। সেটাকে রাজপথে কাজে লাগাতে চান তারা। এখন চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার বিষয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিস্তারিত