সাপাহার, পোরশা, নিয়ামতপুর এ তিনটি উপজেলা নিয়ে নওগাঁ-১ আসন। অতীতে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে পাল্টে গেছে এই আসনের ভোটের হিসাব-নিকাশ।
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিতি বেড়েছে। তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। নির্বাচন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। নির্বাচনী মাঠ দখল এবং মনোনয়ন নিশ্চিত করতে মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক দৌড়ঝাঁপও শুরু হয়েছে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও দলীয় কর্মকান্ডের মাধ্যমে ভোটারদের কাছে মনোনয়নপ্রত্যাশীরা তাদের উপস্থিতি জানান দিচ্ছেন।
২০০৮ সাল থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতে এই আসনটি।। তিনি এলাকার জনপ্রিয়তা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। পরপর দুবার তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতা-কর্মীদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তবে এবার তার সঙ্গে আরও দুজন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এদের একজন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এবং চন্দননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা।বিস্তারিত