দেশজুড়ে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

 

সুমী বুলবুল,বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট।গতকাল হাইকোর্ট রায় ঘোষণার পর পরিবহণ শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে।সড়ক দুর্ঘটনায় একজন চালককে যাবৎজীবন এবং অপরজনকে সাভারে একজন মহিলা কে চাপা দেয়ার কারনে মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট।গতকাল কেন ঘোষণা ছাড়াই পরিবহণ শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।দূরপাল্লার বাস বন্ধ থাকায় অনেক যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারেনি।গতকাল অল্প সংখ্যক যানবাহন চলতে দিলেও আজ সকাল থেকে কোন যানবাহনই চলতে দিচ্ছে না পরিবহণ শ্রমিকরা।মোটরসাইকেল, প্রাইভেট কার, এ্যাম্বুলেন্স সামান্য পরিমাণ চলতে দেওয়া হলেও তাদের উপর চরাও হচ্ছে আন্দোলনকারী শ্রমিকরা।গাবতলীতে থেমে থেমে সংঘর্ষ চলছে পুলিশ-র‍্যাব ও পরিবহণ শ্রমিকদের মধ্যে।গতকাল পরিবহণ শ্রমিকরা কিছু গাড়ি ভাংচুর করে সেই সাথে পুলিশ বক্স এ আগুন দেয় এছাড়াও রাস্তার সিসি ক্যামেরাও ভাংচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।বিক্ষুব্ধ শ্রমিকরা মিডিয়ার গাড়িতেও হামলা চালায়।সাধারণ জনগণ হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছে।নৌমন্ত্রী শাজাহান খানের বাড়িতে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।এমপি আসলামুল হক আসলামের বিরুদ্ধেও অভিযোগ উঠে।ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট।দুর্ভোগে আছে যাত্রীরা।আমাদের প্রতিনিধির কাছে একজন পথচারী জানান শাহাবাগ থেকে হেঁটে তিনি অফিসে যাচ্ছেন।জনগণ এখন দেশের বোঝা হয়ে গেছে বলে তিনি মনে করেন।রায় বদল না করলে এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তারা।নৌমন্ত্রী শাজাহান খান,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এবং আইন মন্ত্রী আনিসুল হক বৈঠকে বসেছেন।সাধারণ জনগণ চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হক।

জাতীয়