নজরদারিতে সরকারি কর্মকর্তারা

নজরদারিতে সরকারি কর্মকর্তারা

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চলছে বিশেষ নজরদারি। দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। তাদের কেউ কেউ বলছেন, দায়িত্বরত কর্মকর্তারা যাতে দেশি-বিদেশি চক্রের ফাঁদে পা দিতে না পারেন এবং কেউ দিয়ে থাকলে সরকারকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন সংস্থাকে। তারা সরকারের উচ্চপর্যায়কে বিষয়টি অবহিত করবেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চপর্র্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিসহ নানা কারণে সরকারবিরোধী মঞ্চের নানা উসকানি সরকারকে এমন উদ্যোগ নিতে বাধ্য করছে। এরই মধ্যে অনেকের সাম্প্রতিক আমলনামাও উচ্চপর্যায়ে জমা হয়েছে। প্রয়োজনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রমতে, টানা দেড় দশকে বিপুলসংখ্যক কর্মকর্তার পদোন্নতি দিলেও কিছু কর্মকর্তা পদোন্নতির বাইরে থেকে গেছেন। বঞ্চিত এসব কর্মকর্তা যাতে সংঘবদ্ধ হয়ে কোনো বৈঠকে না যান, সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। অন্যদিকে সচিবালয়ের ভিতর এবং বাইরের কর্মচারী সংগঠনগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ