দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকা পাইয়ে দিতে সক্রিয় হয়ে উঠেছে ভুয়া মনোনয়ন বাণিজ্যের সিন্ডিকেট। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিশেষ সখ্য থাকার কথা বলে এডিট করা ছবি দেখিয়ে নানা কৌশল কাজে লাগিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি কোটি টাকা। এ চক্রের কেউ কেউ বিভিন্ন জরিপ সংস্থার লোকজন পরিচয় দিয়ে ‘জরিপে’ এগিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েও হাতিয়ে নিচ্ছেন টাকা। উঠতি ব্যবসায়ী রাজনীতিবিদদের টার্গেট করে রাজধানীর নামিদামি তারকা হোটেলে করছেন বৈঠক। ইতোমধ্যে একাধিক ব্যক্তি এ ভুয়া চক্রের খপ্পরে পড়ে খুইয়েছেন টাকা। প্রতারক চক্রকে ধরতে অভিযান চলছে র্যাব-পুলিশের। ইতোমধ্যে এ চক্রের অন্যতম একজন আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয় দিয়ে নৌকা পাইয়ে দিতে ৩০০ কোটি করে টাকা চাইতেন বলে জানা গেছে। এর আগে ৩ অক্টোবর সিরাজগঞ্জের শাহজাদপুরে গিয়ে প্রতারণার সময় গ্রেফতার হন হিউম্যান রাইটসের কর্মকর্তা পরিচয়ধারী তাছলিমা খাতুন, জাহাঙ্গীর হোসেন ও মো. ফয়জুল্লাহ। তারা নৌকা পাইয়ে দিতে এবং জরিপে এগিয়ে রাখতে কমপক্ষে ৩০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে শাহজাদপুরে গিয়ে ধরা পড়েন। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নৌকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠছে।বিস্তারিত