সরকার পতনে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার ছুটির মধ্যেই সরকারকে একদফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি। এদিন আন্দোলনের লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর থেকে চলবে রাজধানীকেন্দ্রিক ‘ননস্টপ’ কর্মসূচি। বিএনপি ছাড়াও সমমনা সব দল ও জোট যুগপৎভাবে আন্দোলনের শেষ ধাপের এ কর্মসূচিতে অংশ নেবে। এমনকি শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামী রাজনৈতিক দলগুলো এ আন্দোলনে শরিক হতে পারে। এভাবেই ‘অলআউট’ কর্মসূচির প্রস্তুতি চলছে বিরোধী শিবিরে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে ১৫ থেকে ২০ লাখ নেতা-কর্মীকে ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির নীতি-নির্ধারক নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৯ অক্টোবর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত টানা কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম দিকেই নির্বাচনী তফশিল ঘোষণার কথা। এর মধ্যে দাবি না মানলে তফশিল ঘোষণার পরও কঠোর আন্দোলন অব্যাহত রাখবে বিরোধী দলগুলো।
চলমান আন্দোলনের ব্যাপারে বিএনপিসহ শরিক দলগুলো এতটাই ‘কনফিডেন্ট’ যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে গেছি। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছি। এমনকি যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই, সেসব রাজনৈতিক দলও এখন বলছে পরিবর্তন অত্যাবশ্যক। কাজেই এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা।বিস্তারিত