যাত্রীবাহী বাসের তুলনায় পণ্যবাহী ট্রাকের চালক-শ্রমিকের মৃত্যু বেশি হচ্ছে।
২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এই ১১ বছরে সারা দেশে মোট ৩৭ হাজার ৮৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫৭ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮৭ হাজার ৬৬৭ জন।
গত পাঁচ বছরে দুর্ঘটনায় চালকের মৃত্যুর তথ্য আলাদাভাবে প্রকাশ করছে সংগঠনটি। ২০১৮ থেকে ২০২২ সালের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এই সময়ে সাত হাজার ৩৩ জন চালক-শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে মোটরসাইকেলের চালক ও আরোহীকে চালকের মৃত্যুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই হিসাব ধরলে মোট মৃত্যুর চার হাজার ৫৯৫ জন মোটরসাইকেল চালক-আরোহী।বিস্তারিত