স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু দেশে ফিরলেন, পছন্দের কর্তাদের নিয়ে রংপুরে আনন্দ-ফুর্তি করলেন, অপকর্মের সহযোগী আফজালের জামিনের জন্য ঢাকা ও রংপুরে দফায় দফায় বৈঠক করলেন। স্থাবর সম্পদ বিক্রির বন্দোবস্ত করলেন, অতঃপর নিরাপদে দেশত্যাগের সব আয়োজন করেও সফল হননি তিনি। দেশত্যাগে নিষেধাজ্ঞা নিয়ে এখন আত্মগোপনে রয়েছেন এই ব্যবসায়ী।
গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) মিঠুর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। সেইসঙ্গে তার প্রায় ৭৪ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দেরও নির্দেশ দেয় দুদক। এ-সংক্রান্ত একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এরপর তিনি বেকায়দায় পড়েন। শতচেষ্টা করেও দেশ ছাড়তে পারছেন না। রাজধানীর অভিজাত এলাকায় সরকারের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তার বাসায় তিনি আত্মগোপনে রয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। সেখান থেকে গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। গোয়েন্দা সূত্রটি নিশ্চিত করেছে, মিঠুর দেশত্যাগের সুযোগ নেই। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মিঠুকে অবৈধ সম্পদ অর্জন ও স্বাস্থ্য খাতের মিঠু হয়ে ওঠার জন্য যারা সহযোগিতা করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের সেসব কর্মকর্তার বিরুদ্ধে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।বিস্তারিত