সিগন্যালের ভুলে লাশের সারি কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২ শতাধিক

সিগন্যালের ভুলে লাশের সারি কিশোরগঞ্জে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২ শতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত সাড়ে ৭টা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। তারা বলছেন, দুর্ঘটনায় আহত হয়েছেন ২ শতাধিক। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর যাত্রীবাহী ট্রেনের পেছনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা বলছেন, সিগন্যালের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, কনটেইনারবাহী ট্রেনটির চালক ও সহকারী চালক সিগন্যাল অমান্য করেছেন।

স্থানীয়রা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, ভয়ংকর এই দুর্ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। গত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান। সরেজমিন জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। গাইনাহাটি এলাকায় জগন্নাথপুর রেল ক্রসিংয়ে এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে।বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ