চলতি অর্থবছরের প্রায় চার মাস পেরিয়ে গেলেও আয়কর রিটার্ন প্রস্তুতকারী নিয়োগের ক্ষেত্রে এখনো খুব বেশি অগ্রগতি নেই। ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমার সময় মাত্র এক মাসের মতো বাকি আছে। তবে এই সময়ের মধ্যে বেসরকারি পর্যায়ের এই রিটার্ন প্রস্তুতকারীদের নিয়োগ দেওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যক্তিশ্রেণির করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআর জানিয়েছে, এ সময়ের পরেও অনুমতি নিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে কর অব্যাহতির বিভিন্ন সুবিধা মিলবে না।
এনবিআর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা জারি করেছিল গত ২৬ জুন। এই বিধিমালা অনুযায়ী, মাঠপর্যায়ে করদাতাদের রিটার্ন প্রস্তুত করায় সহায়তা দিতে বেসরকারি ব্যক্তি বা এজেন্ট নিয়োগ করবে এনবিআর। তাঁদের সনদও দেবে। তবে ওই নির্দিষ্ট ব্যক্তি বা এজেন্টের মানুষের কাছ থেকে কর আদায় করার ক্ষমতা থাকবে না। ওই সব ব্যক্তি শুধু করদাতাদের রিটার্ন প্রস্তুত ও জমার ক্ষেত্রে সহায়তা করবেন। এ জন্য এই করদাতার দেওয়া করের ওপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন রিটার্ন প্রস্তুতকারী।বিস্তারিত