ঘূর্ণিঝড় হামুন  সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় হামুন সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় হামুন ধেয়ে আসায় সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার গণমধ্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।’

আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা ১১ নম্বর বুলেটিনে কথা বলা হয়েছে, ঘূর্ণিঝড় হামুন বেশ শক্তি নিয়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চট্টগ্রাম ও বরিশাল উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলটি আজ মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে। তবে এর অগ্রভাগ আজ সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সময়ে প্রবল বৃষ্টি শুরু হতে পারে।

জাতীয় শীর্ষ সংবাদ