আল-আকসায় মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

আল-আকসায় মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

 

অনলাইন ডেস্ক

 

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। শুধু তা-ই নয়, মুসলমানদের তৃতীয় পবিত্র এই ধর্মীয়স্থানে মুসল্লিদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। আজ সকাল থেকেই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে প্রথমে মসজিদে বয়স্কদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। জর্ডানের নিয়োজিত এ সংগঠন জানিয়েছে, মুসল্লিদের বাধা দিলেও ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ ও প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। এর মাধ্যমে মসজিদ সম্পর্কিত যে চুক্তি ছিল সেটি লঙ্ঘন হয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ