জেলার রাজনীতি—২৫: মেহেরপুর প্রতিমন্ত্রী ফরহাদকে ঘিরে আওয়ামী লীগে কোন্দল জেলা বিএনপিতে নানা বিষয় নিয়ে একসময় বিরোধ ছিল। কিন্তু এখন দ্বন্দ্ব ভুলে তাঁরা সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে ঐক্যবদ্ধ।

জেলার রাজনীতি—২৫: মেহেরপুর প্রতিমন্ত্রী ফরহাদকে ঘিরে আওয়ামী লীগে কোন্দল জেলা বিএনপিতে নানা বিষয় নিয়ে একসময় বিরোধ ছিল। কিন্তু এখন দ্বন্দ্ব ভুলে তাঁরা সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে ঐক্যবদ্ধ।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলা আওয়ামী লীগে কোন্দল তীব্র রূপ নিয়েছে। কোন্দলের কেন্দ্রে আছেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। জেলা আওয়ামী লীগের বিরোধ ছড়িয়ে পড়েছে তিন উপজেলায়।

অন্য দিকে জেলা বিএনপি অতীতের সব দ্বন্দ্ব ভুলে সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

অন্তঃকোন্দলে বিপর্যস্ত আওয়ামী লীগ

সম্মেলনের ১৩ মাস পর গত ২৮ জুন জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে উপজেলা পর্যায়ের কমিটি গঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনকে কমিটিতে রাখা হয়নি। জেলা ও উপজেলা কোনো কমিটিতেই রাখা হয়নি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুলকে। জেলা-উপজেলা কমিটিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রীসহ তাঁর ১৭ স্বজনকে রাখা হয়।

কমিটিতে ত্যাগী নেতাদের না রাখা, প্রবীণ নেতাদের মূল্যায়ন না করাসহ নানা কারণে জেলা আওয়ামী লীগে এখন দুটি ধারা। একটির নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আরেকটির নেতৃত্বে আছেন গোলাম রসুল। ফরহাদ হোসেনের পক্ষে আছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, সহসভাপতি আবদুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ সারাদেশ