বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের ‘অপতৎপরতা’র বিরুদ্ধে সতর্ক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রেখেছে ক্ষমতাসীনরা। বিএনপি ও তাদের সঙ্গীরা যে কোনো ধরনের উসকানি দিলে তা প্রতিহত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি ও করণীয় ঠিক করতে দফায় দফায় মহানগর আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে নরম ও গরম দুই ধরনের প্রস্তুতিই রেখেছে তারা। উসকানি দিলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর শান্তিপূর্ণ সমাবেশ করলে স্বাগত জানানো হবে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ক্ষমতায় আছি, অশান্তি করব না। তবে কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে। খবর এতদিন বলি নি। অনেক সহ্য করেছি, সহ্যেরও একটা সীমারেখা আছে।’
সূত্র বলছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারণা ২৮ অক্টোবর বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি। সে বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। শান্তিপূর্ণ কোনো কর্মসূচি যদি সহিংস হয় তাহলে পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। রাজপথে এ ধরনের কোনো কর্মসূচি হলে দলটিকে দাঁড়াতেই দেবে না আওয়ামী লীগ।খ।বিস্তারিত