একসময় রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। দর্শকমন জয় করে অভিনয় করে গেছেন। নানা খেতাবেও ভূষিত হয়েছেন। লাভ করেছেন রাষ্ট্রীয় সম্মাননা। আজ তাঁরা চলচ্চিত্রে নেই। এমন কয়েকজন উল্লেখযোগ্য নায়িকাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন- আলাউদ্দীন মাজিদ
শবনম
মনের মতো চরিত্রের অভাবে চলচ্চিত্র ছাড়লেন
১৯৬১ সালে মুস্তাফিজের ‘হারানো সুর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে শবনমের। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেন। ১৯৮৮ সালে পাকিস্তানে গিয়ে স্থায়ী হন। ১৯৯৯ সালে পুনরায় বাংলাদেশে এসে কাজী হায়াতের ‘আম্মাজান’ ছবিতে অভিনয় করেন। এরপর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তাঁর কথায় মনের মতো চরিত্র পাননি বলে চলচ্চিত্রে অভিনয় ছেড়েছেন তিনি।
সুচন্দা
মানসম্মত গল্পের অভাবে অভিনয় ছাড়লেন
১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে সুচন্দার বড় পর্দায় অভিষেক ঘটে। তুমুল জনপ্রিয়তা নিয়ে ১৯৮৫ সাল পর্যন্ত অভিনয় করে যান তিনি। একই সঙ্গে চলচ্চিত্র নির্মাণও করেন। এরপর মানসম্মত গল্পের অভাবে অভিনয় থেকে অবসর নেন বলে জানান কোহিনূর আক্তার সুচন্দা।বিস্তারিত