ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সোমবার ২৪তম দিনে গড়িয়েছে। এ কয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৩০৬ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু। বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভীষণ রকমের মানবেতর দিন পার করছেন অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বাহিনী হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেদিন থেকেই হামাসকে ‘নির্মূল’ করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি উপত্যকাটিতে স্থল অভিযানও শুরু করেছে তারা।

এক নজরে দেখে নেওয়া যাক ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের হালনাগাদ তথ্যগুলো:

যুদ্ধবিরতিতে নেতানিয়াহু–যুক্তরাষ্ট্রের ‘না’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তাঁর দেশ। এমন কোনো পদক্ষেপ হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণ’ করার মতো।  যুদ্ধবিরতির বিপক্ষে গিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা মনে করি না, বর্তমান সময়ে যুদ্ধবিরতি যথাযথ পদক্ষেপ হবে।’বিস্তারিত

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ