ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুরন।

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুরন।

ফেনী প্রতিনিধি

 

 

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছেন অবরোধ সমর্থনকারীরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

এর আগে গতকাল বুধবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা সদরসংলগ্ন এলাকায় একটি ওষুধ কোম্পানির গাড়িতে ঢিল ছোড়া হয়, এতে গাড়ির সামনের অংশের কাচ ভেঙে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে চারটার দিকে লালপুর সেতু এলাকায় একটি চিনিবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফেনীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে ট্রাকের সামনের অংশে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন
রাঙ্গুনিয়ায় ভোররাতে দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে না পারলে হয়তো সম্পূর্ণ ট্রাকটি পুড়ে যেত। তাঁদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা সদরসংলগ্ন বিজয়পুর এলাকায় একটি ওষুধ কোম্পানির গাড়িতে ঢিল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশের কাচ ভেঙে যায়। গাড়ির চালক ও কোম্পানির একজন বিপণনকর্মী এতে আহত হন। এ ঘটনায় রাতেই ফুলগাজী থানায় একটি মামলা করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, ওষুধ কোম্পানির গাড়ির কাচ ভাঙার ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি-পুলিশ পাহারায় যাত্রীবাহী বাস চলাচল
আজ সকাল ৭টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী শহরের ট্রাংক রোডের ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সামনের সড়কে মিছিল ও স্লোগান দেন। কিছু সময় সড়কের ওপর বসে অবস্থানও নেন তাঁরা। পরে পুলিশের গাড়ি দেখে তাঁরা সরে যান।

এদিকে আজ ভোর থেকে শহরের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে। তবে দূরপাল্লার কোনো বাস ফেনী থেকে ছেড়ে যায়নি। মহাসড়কে যাত্রীবাহী বাস দেখা যায়নি। তবে বেশ কিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। শহরের বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন

শীর্ষ সংবাদ সারাদেশ