গভীর সংকটে গার্মেন্ট এক সপ্তাহে ৪০০ কারখানা বন্ধ, গত ১০ মাসে বন্ধ হয়েছে ৩১২টি, বেকার হতে পারেন ৪০ লাখ শ্রমিক, আজ থেকে কাজে ফেরার আহ্বান মালিকদের

গভীর সংকটে গার্মেন্ট এক সপ্তাহে ৪০০ কারখানা বন্ধ, গত ১০ মাসে বন্ধ হয়েছে ৩১২টি, বেকার হতে পারেন ৪০ লাখ শ্রমিক, আজ থেকে কাজে ফেরার আহ্বান মালিকদের

গভীর সংকটে গার্মেন্ট। গত কয়েক দিনে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ হয়েছে ৪ শতাধিক কারখানা। আর নানা সংকটে চলতি বছরের প্রথম ১০ মাসে বন্ধ হয়েছে ৩১২টি। এ অবস্থা চলতে থাকলে বেকার হতে পারেন পোশাক খাতের ৪০ লাখের বেশি শ্রমিক। যা অর্থনীতির জন্য হুমকি। পোশাক কারখানার মালিকরা বলছেন, মজুরি নির্ধারণে অনেক দিন ধরে আলোচনা হলেও কয়েক দিন ধরে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর পেছনে বাংলাদেশবিরোধী একটি চক্রের ইন্ধন থাকতে পারে। এটি দুঃখজনক। আজ শনিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া উচিত। শ্রমিকরা দাবি করেছেন বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যায্য মজুরি।

জানা গেছে, তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরির দাবিতে চলমান সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে ৪ শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার থেকে কারখানার নিরাপত্তা দেওয়ার আশ্বাস পাওয়ার পর বন্ধ কারখানা আজ শনিবার খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। এ বিষয়ে বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২৩ অক্টোবর থেকে চলমান শ্রমিক আন্দোলনের কারণে এখন পর্যন্ত প্রায় ৪০০ কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া এসব কারখানার মধ্যে কিছু কারখানা আছে, যেগুলোতে কোনো সমস্যা না থাকলেও পাশের কোনো কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে নিজের কারখানা বন্ধ করে দিয়েছে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ