নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ রবিবার সকালে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলেছে, তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।
এর আগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, বিজয়নগর, দৈনিক বাংলাসহ আশপাশ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় ৩৭টির বেশি মামলা হয় ঘটনার রাতেই। পরবর্তী সময়ে আরও মামলা রুজু করে পুলিশ। এসব মামলাতেই একের পর এক বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।