৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, উচ্ছ্বসিত মেট্রোর যাত্রীরা

৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল, উচ্ছ্বসিত মেট্রোর যাত্রীরা

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে পৌঁছায় রেলটি। রবিবার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ।

ব্যাংক কর্মকর্তা তনুশ্রী বর্মন বলেন, ‘সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩২ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগত। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরও ভালো হবে।’

তনুশ্রীর মতো মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত-উচ্ছ্বসিত অন্য যাত্রীরাও।

রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থাকে আরও দ্রুত করার লক্ষ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আগারগাঁও মেট্রো স্টেশনের প্ল্যাটফরম থেকে সবুজ পতাকা নেড়ে প্রধানমন্ত্রী আগারগাঁও-মতিঝিল মেট্রো ট্রেনের যাত্রা শুরু করেন।

ট্রেনে তিনি মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত যান। মাত্র ২১ মিনিটে তিনি ট্রেনে মতিঝিলে পৌঁছে যান। আজ থেকে মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছে। সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সার্ভিস দেওয়া হবে।

জাতীয় শীর্ষ সংবাদ