রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান বড় ঠাকুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ (০৮/০৩/২০১৭ইংরেজী) বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.আব্বাস উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ এম.রমজান আলী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগি সদস্য সিরাজুল হক, প্রধান শিক্ষক পিউ মুৎসুদ্দী ও শিক্ষক প্রণব বৈদ্য। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগি সদস্য এম.রমজান আলী, শিক্ষক অশোক বড়–য়া ও মো. মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আবদুল মোহাইমেন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা সেকান্দর আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.হারুনুর রশিদ, সাবেক সভাপতি মাওলনা তাজুল ইসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, প্রধান শিক্ষক আবদুর রহিম, শিক্ষক আমিনুর রহমান, হাজী আবদুল শহিদ মিস্ত্রী, সমাজ সেবক আবু তাহের, আবদুল ছালাম, মো.নাছের উদ্দিন, ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলম, মো.ইলিয়াছ, প্রবাসি মো.রিটন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্বাস উদ্দিন, মো.জাকারিয়া, আবদুল খালেক, হাজী নুরুল আবছার, জামাল উদ্দিন সওদাগর, শিক্ষক দেলোয়ার হোসেন, স্বপন দাশ, অসিত বরণ ধর, বেবি আকতার, জহির উদ্দিন জাবের হোসেন, শুভাশীষ চৌধুরী, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, মুন্নি রানী শীল, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম। খেলা পরিচালনা করেরন বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার বড়–য়া ও মো. মোরশেদ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের অফিস সহকারী জামাল উদ্দিন।
ছবি- মশাল জ্বালিয়ে রাউজান বড় ঠাকুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আব্বাস উদ্দিন আহমেদ।
ছবি- রাউজান বড় ঠাকুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।