১১ হাজার কোটি টাকার কর ফাঁকি, প্রশ্নবিদ্ধ ঢাকা টোব্যাকো!

১১ হাজার কোটি টাকার কর ফাঁকি, প্রশ্নবিদ্ধ ঢাকা টোব্যাকো!

নানা কৌশলে ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত চার বছরে সম্পূরক শুল্ক, ভ্যাট, সারচার্জ ও উৎসে ভ্যাট বাবদ বিপুল পরিমাণ অর্থ ফাঁকির প্রমাণ মিলেছে। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা তদন্তে এমন ফাঁকির বিষয়টি উন্মোচিত হয়েছে। আছে তদন্ত-কাজে চরম অসহযোগিতার অভিযোগও।

আমদানি থেকে উৎপাদন পর্যায়ে দফায় দফায় নথিপত্র যাচাই-বাছাই করে অনিয়মের প্রমাণ মেলার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যা এখন পুনরায় যাচাই-বাছাই পর্যায়ে আছে। শিগগিরই বৃহৎ করদাতা ইউনিট থেকে দাবিনামা জারি করা হতে পারে বলে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন।

ঢাকা টোব্যাকো নেভি, শেখ, মালবোরো, নেভি ব্লু, ফাইভ স্টার ও গোল্ড মাইন সিগারেট উৎপাদন করে থাকে। বছরে স্থানীয় বাজারে তিন থেকে চার হাজার কোটি শলাকা সিগারেট সরবরাহ করে। এমনকি রপ্তানিও করে প্রতিষ্ঠানটি। আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠানটি সম্প্রতি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। যদিও শুল্ক-ভ্যাট ফাঁকির ওই তথ্য আকিজ গ্রুপে থাকাকালীন। তাই ভ্যাট গোয়েন্দাদের উদঘাটিত ওই ফাঁকির টাকা ঢাকা টোব্যাকোকে অর্থাৎ আকিজ গ্রুপকে পরিশোধ করতে হবে বলে জানা গেছে

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ঢাকা টোব্যাকো নেভি, শেখ, মালবোরো, নেভি ব্লু, ফাইভ স্টার ও গোল্ড মাইন সিগারেট উৎপাদন করে থাকে। বছরে স্থানীয় বাজারে তিন থেকে চার হাজার কোটি শলাকা সিগারেট সরবরাহ করে। এমনকি রপ্তানিও করে প্রতিষ্ঠানটি। আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠানটি সম্প্রতি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। যদিও শুল্ক-ভ্যাট ফাঁকির ওই তথ্য আকিজ গ্রুপে থাকাকালীন। তাই ভ্যাট গোয়েন্দাদের উদঘাটিত ওই ফাঁকির টাকা ঢাকা টোব্যাকোকে অর্থাৎ আকিজ গ্রুপকে পরিশোধ করতে হবে বলে জানা গেছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ