রাজধানীর রামপুরার ষাটোর্ধ্ব বাসিন্দা মুনজিলা খাতুন তাঁর দুই ছেলের যৌথ সংসারে থাকেন। দুই ছেলেরই কম বেতনের চাকরি বলে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। সে জন্য মুনজিলা খাতুন পথের পাশে চুড়ি নিয়ে বসেছেন। চুড়ি বিক্রি করে প্রতিদিন যে আয় হয়, তা থেকে নিজের হাতখরচের টাকা রেখে বাকিটা সংসারে দেন।
মুনজিলা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছেলেরা আমাকে কাজ করতে দিতে চায় না। কিন্তু আমি তাদের সংসারের পরিস্থিতি নিজের চোখে দেখছি। আটজনের সংসারে দুজনের আয়ে এখন আর চলে না। তাদের আয়ও বাড়ছে না। এ জন্য নিজে থেকে কিছু একটা করছি। এতে তাদের কিছুটা সাহায্য হয়।’
বাজারে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় মুনজিলা খাতুনের মতো নিম্ন আয়ের মানুষেরাই শুধু নন, মধ্যবিত্তরাও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে শোনা যায়। নানাভাবে ব্যয় কাটছাঁট করেও সাধারণ মানুষ পেরে উঠছেন না। সরকারি হিসাবই বলছে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো চড়া।বিস্তারিত