রাজনৈতিক সমঝোতা তৃতীয়পক্ষ উদ্যোগ নিলে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে

রাজনৈতিক সমঝোতা তৃতীয়পক্ষ উদ্যোগ নিলে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে

আগামী জাতীয় নির্বাচন ঘিরে সৃষ্ট সংকট নিরসনে বিদেশিদের জোরালো চাপ আছে। দেশের ভেতরেও বিভিন্ন মহল সমঝোতার কথা বলছেন। কিন্তু সমঝোতার লক্ষ্যে সরকার ও বিরোধীপক্ষগুলোকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ দৃশ্যমান নয়।

সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা দরকার বলে মনে করছেন কেউ কেউ। আর সেটা দেশ ও দেশের জনগণের স্বার্থেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগকেও এগিয়ে আসার কথা বলছেন তারা।

আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, সংলাপের চাপ আছে ঠিকই। কিন্তু দুই দলকে অনমনীয় অবস্থান থেকে সরিয়ে সংলাপের টেবিলে বসাতে উদ্যোগ নিতে কেউ এগিয়ে আসছে না। সেজন্যই মূলত সংলাপের জট খুলছে না। তারা বলছে,তৃতীয় কোনো পক্ষ উদ্যোগ নিলে হয়তো এই জট খুলবে।

গত ৩১ অক্টোবর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর শর্তহীন সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান। ওইদিন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও আওয়ামী লীগের প্রতি সংলাপের তাগিদ দেন। এর আগে জুলাই মাসে মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ঢাকা সফরে সংলাপের বিষয়টি সামনে আনেন। আওয়ামী লীগের মধ্যে শর্তহীন সংলাপের ব্যাপারে নমনীয় অবস্থান দেখা গেলেও শর্তের কারণে বিএনপি সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ