বিএনপি ও জামায়াতে তৃতীয় দফা ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সাতটি বাস, চারটি কভার্ড ভ্যান ও দুটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
যেসব স্থানে আগুন দেওয়া হয়েছে-
অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন
রাজধানীতে আধা ঘণ্টার ব্যবধানে ২ বাসে আগুন
ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে, গাজীপুরের তিন যায়গায়, চট্টগ্রামের খাগড়াছড়িতে, রাজশাহীর শিবগঞ্জে, বরিশালের গৌরনদীতে দুই যায়গায়, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে এক যায়গায় আগুন দেয় দুর্বৃত্তরা।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর দিন রোববার (২৯ অক্টোবর) একদিনের হরতাল ডাকে বিএনপি ও জামায়াত। এরপর দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ।