‘মনের জোরে চলি’—অসুস্থতা নিয়েও কাজ করা অনেকের মুখে কথাটা শোনা যায়। তবে সত্যিকার অর্থেই মনের জোরে চলেন মুহাম্মদ নাজিম (২৩)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার বছর আগে দুই হাত ও দুই পা হারানো এই তরুণ ‘উঠে দাঁড়িয়েছেন’ শুধু মানসিক শক্তির জোরে। জোর গলায় বলতে পারছেন, ‘আমি শারীরিকভাবে পরনির্ভর, কিন্তু মানসিকভাবে আত্মনির্ভর।’
নাজিম বহুবার আশপাশের লোকজনকে বলতে শুনেছেন, ‘এমন জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো।’ অনেকে তাঁকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘তুই ভিক্ষা কর। এ ছাড়া কিছু করতে পারবি না।’ এরপর এমন কয়েকজন মানুষের সঙ্গে নাজিমের দেখা হয়, যাঁরা তাঁকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তাঁর জেদকে উসকে দিয়ে উদ্যোক্তা হতে মানসিক শক্তি জুগিয়েছেন।
হাত-পা হারানো নাজিম এখন একজন উদ্যোক্তা। ফেসবুকে তাঁর উদ্যোগের নাম ‘উলিয়া বাজার ডট বিডি’ (UliaBazar.bd)। ফেসবুক পেজের মাধ্যমে ঘি, চিয়া সিড, মধু ও মধু মেশানো বাদাম বিক্রি করেন তিনি। মৌসুম এলে বিক্রি করেন আম আর খেজুরের গুড়। নাজিম তাঁর ফেসবুক পেজের নাম দিয়েছেন নিজের গ্রামের বাজারের নামে।
নাজিম থাকেন রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডে একটি ভাড়া বাসায়। ১০ নভেম্বর দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে শুয়ে আছেন নাজিম। শুরুতে ক্রিকেট নিয়েই কথা। নাজিম বললেন, ‘নিজের দেশের দল যেমনই খেলুক, সমর্থন না দিয়ে থাকা যায় না।’ বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের বিরুদ্ধে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদন নিয়ে বললেন, ‘নিয়মের মধ্যেই হয়েছে। সমালোচনা করার তো কিছু নেই।’’বিস্তারিত