৩ হাজার ১৯ ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ

৩ হাজার ১৯ ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী হতে গতকাল সোমবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭৩৩ জন। এ নিয়ে গত তিন দিনে মোট তিন হাজার ১৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। এতে দলটির মোট আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত শনিবার মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
তৃতীয় দিনে গতকাল ফরম সংগ্রহ করেছেন ৭৩৩ জন। এর মধ্যে দলীয় কার্যালয় থেকে সরাসরি ফরম নিয়েছেন ৭০৯ জন।

অন্য ২৪ জন অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম নিয়েছেন। এদিন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ।

সেখান থেকে ফরম বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্দেশ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জন্য কার্যালয়ের দ্বিতীয় তলা আর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের জন্য তৃতীয় তলা নির্ধারণ করা হয়েছে। আর সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে নিচতলায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে গতকাল ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। নেত্রকোনা-৫ আসনের (পূর্বধলা) জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন গতকাল দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মাশরাফী

রাজনীতি শীর্ষ সংবাদ