বিএনপিতে বাড়ছে বিভক্তির সুর

বিএনপিতে বাড়ছে বিভক্তির সুর

নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানে অটল থাকলেও বিএনপির বিভিন্ন সারির অনেক নেতা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ছেড়ে তারা অন্য দলে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে ক্ষোভ-অভিমানে থাকা বর্তমান নেতা, বিগত দিনের নির্বাচনে মনোনয়নবঞ্চিত ও সাবেক সংসদ সদস্যসহ পরিচিত মুখ রয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন রাগ-ক্ষোভ-অভিমানে দল থেকে দূরে সরে যাওয়া নেতারাও। দুয়েক দিনের মধ্যে এ তালিকা আরও বড় হতে যাচ্ছে।
বিএনপি বলছে, সরকার নির্বাচনের আগে দলে ভাঙন ধরাতে মরিয়া। দলটির নেতাদের একটা অংশকে বের করে এনে ভোটে দাঁড় করানোর পরিকল্পনা করছে। প্রলোভন, টোপ আর চাপ দিয়ে দলের কেন্দ্রীয় অনেক নেতাকেই বাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। যারা দলের হাইকমান্ডের নির্দেশনা মানবেন না; শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মধ্যম সারির কিছু নেতা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিএনপি। নির্বাচনে না গেলে স্বাভাবিকভাবে দলে চেইন অব কমান্ড নষ্ট হতে পারে।
সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’-এ যোগ দিতে যাচ্ছেন বিএনপির জেলা পর্যায়ের কয়েকজন নেতা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন। দলটির আহ্বায়ক ও বিএনপির সাবেক নেতা ভিপি নাজিম উদ্দিন সময়ের আলোকে জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ ও ফেনী জেলা নির্বাহী কমটির সদস্য জুলফিকার আলী, বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈনউদ্দিনসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আজ তাদের দলে যোগ দিচ্ছেন।বিস্তারিত
রাজনীতি শীর্ষ সংবাদ