কারা হচ্ছেন নৌকার মাঝি আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু আজ, দৃষ্টি তেজগাঁও কার্যালয়ে ♦ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্বেগ-উৎকণ্ঠা ♦ বাদ পড়বেন এলাকাবিচ্ছিন্ন, শারীরিকভাবে অসুস্থ ও বিতর্কিতরা ♦ মনোনয়নে থাকছে চমক

কারা হচ্ছেন নৌকার মাঝি আওয়ামী লীগের প্রার্থী বাছাই শুরু আজ, দৃষ্টি তেজগাঁও কার্যালয়ে ♦ মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্বেগ-উৎকণ্ঠা ♦ বাদ পড়বেন এলাকাবিচ্ছিন্ন, শারীরিকভাবে অসুস্থ ও বিতর্কিতরা ♦ মনোনয়নে থাকছে চমক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই কার্যক্রম আজ শুরু হচ্ছে। সকাল ১০টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসছে দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এখানে চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনে কারা হচ্ছেন নৌকার মাঝি।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বৈঠক শুরু হবে আজ সকাল ১০টায়। এ বৈঠক চলবে তিন দিন। সভার প্রথম দিনে আজ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। সব প্রার্থী চূড়ান্ত করে রবিবার তালিকা প্রকাশ করা হতে পারে।

ভোটযুদ্ধের ময়দানে নৌকার প্রত্যাশায় আওয়ামী লীগের বাগানে ফুটে ওঠা ৩ হাজার ৩৬২টি ফুলের মধ্য থেকে দলের সভানেত্রী, মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা সবচেয়ে সুন্দর ৩০০ ফুল বেছে নেবেন। তাই প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর দৃষ্টিও সেদিকেই। সবার আগ্রহ কোন আসনে কে হতে যাচ্ছেন নৌকার মাঝি। নতুন মুখ কারা আসছেন, আর ছিটকে পড়ছেন কারা। কোন

 

আসন শরিক দলের প্রার্থীরা পাচ্ছেন। এমন অনেক প্রশ্ন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পার করছেন মনোনয়নপ্রত্যাশীরা। এসব প্রশ্ন আর গুঞ্জনের অবসান হবে আজ শুরু হওয়া সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়। তাই দলটির মনোনয়নপ্রত্যাশীরা এখন রাজধানী তথা কেন্দ্রমুখী, ব্যস্ত শেষ সময়ের দৌড়ঝাঁপে।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। দেশের আট বিভাগ থেকে ৩০০ আসনেই মনোনয়নপ্রত্যাশীরা ফরম নিয়েছেন এবং জমা দিয়েছেন। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উচ্ছ্বাস যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমন মনোনয়ন হারানোর ভীতিও আছে। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। রাজনীতিকের পাশাপাশি সাবেক সরকারি কর্মকর্তা, ক্রীড়াবিদ, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মাঝে মনোনয়ন কেনার হিড়িক লক্ষ্য করা গেছে এবার। সর্বশেষ রাজনৈতিক বাস্তবতায় দলীয় মনোনয়নের ক্ষেত্রে এবার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও নেতাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা এখন চরমে। সবার দৃষ্টি তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই আছে মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ