সাইবার বুলিংয়ের শিকার তারকারা

সাইবার বুলিংয়ের শিকার তারকারা

বিশ্বে প্রায় ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তার মধ্যে ৬০ শতাংশই সাইবার বুলিংয়ের শিকার। পাবলিক ফিগার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকাশিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, নারী, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী, শিশুশিল্পী এমনকি তাদের পরিবারের সদস্য পর্যন্ত বাদ পড়ছে না এই বুলিং থেকে। এ যাবৎকালে সাইবার বুলিংয়ের শিকার তারকাদের নিয়ে প্রতিবেদন লিখেছেন- পান্থ আফজাল

সাম্প্রতিক সময়ে দেশে সাইবার বুলিং মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে তারকাশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সব থেকে বেশি সাইবার বুলিংয়ের শিকার হন। তাদের প্রকাশিত ছবি ও ভিডিওতে নানানরকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন কতিপয় নেটিজেন। বিষয়টি বাড়াবাড়ি হয়ে গেলে অনেক তারকারই থানায় অভিযোগের নজির রয়েছে। যদিও অভিনয়শিল্পীদের আইনি সহায়তা, পরামর্শ, সাইবার বুলিং ও অপপ্রচার প্রতিরোধে লিগ্যাল উইংস গঠন করা হয়েছে। তবুও থামছে না সাইবার বুলিং। সাম্প্রতিক সময়ে শিশুতারকা সিমরিন লুবাবা সাইবার বুলিংয়ের শিকার হন। বুলিং প্রসঙ্গে লুবাবা বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমাকে সাইবার জগতে হয়রানি করা হচ্ছে। আমাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। এ ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিল। যারা এমন কনটেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং ও মিম বানাচ্ছেন, আমি তাদের অনুরোধ করব তারা যেন এ ধরনের কাজ না করেন।’ লুবাবার অভিযোগের পর অভিযুক্তকে আটক করা হয়। তবে তাকে ক্ষমাও করে দেন শিশুশিল্পী লুবাবা। এদিকে সাইবার বুলিংয়ের শিকার হয়ে ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন অভিনয়শিল্পী তানজিন তিশা। যদিও উল্টো তার বিরুদ্ধে অভিযোগকারী সেই সাংবাদিক ও সাংবাদিক মহলকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকির অডিও রেকর্ড সবার সামনে আসে। তিশা যেসব কথা বলেছেন, তা অপেশাদারি আচরণ বলে মনে করেছেন সাংবাদিকরা। এমন আচরণের প্রতিবাদে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনও করেন।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ