পরিস্থিতি পাল্টে দিতে এবার সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। কোনো কিছুতেই আর মাঠ ছাড়বে না তারা। সরকারের কোনো ধরনের দমননীতির মুখেই পিছু হটবে না দলটি। চলমান আন্দোলনের সপ্তম ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার থেকে। অষ্টম ধাপও যাবে ৪৮ ঘণ্টার কর্মসূচিতেই। ৩০ নভেম্বরের পর শুরু হবে নবম ধাপের কর্মসূচি। ডিসেম্বরের প্রথম থেকেই সারা দেশে নতুন ধাঁচের আন্দোলন কর্মসূচি শুরু করতে চায় বিএনপি। হরতাল-অবরোধের পাশাপাশি আরও কঠোর ও জটিল কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সঙ্গে আছে গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়া এতদিন জামায়াতে ইসলামী দূর থেকে কর্মসূচি পালন করলেও আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির সঙ্গে একাট্টা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
নীতিনির্ধারক সূত্রে জানা যায়, নির্বাচনি তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হলেও এক দফা দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করবে বিএনপি। চলমান কর্মসূচিসহ আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে ইতোমধ্যে সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত