দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। গত তিন দিনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। টানটান উত্তেজনায় অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা।
আজ বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অথবা ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধের ময়দানে নৌকা প্রতীকের প্রত্যাশায় আওয়ামী লীগের বাগানে ফুটে ওঠা ৩ হাজার ৩৬২টি ফুলের মধ্য থেকে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে সুন্দর ও সুগন্ধি কোন ৩০০ ফুল বেছে নিয়েছেন প্রার্থীদের পাশাপাশি দেশবাসীর দৃষ্টিও সেদিকে।
সারা দেশের ৩০০ আসনে দলের একক প্রার্থিতা ঘোষণার আগে আজ সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
একই সঙ্গে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করে দল যাঁদের মনোনয়ন দিয়েছে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাঁদের বিজয়ী করার প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন দলটির প্রধান শেখ হাসিনা।
জানা গেছে, সবদিক বিবেচনায় নিয়েই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী ও পুরনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।বিস্তারিত