বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি। দেখা গেছে, তাঁর অভিনীত রোমান্টিক ঘরানার ছবি ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কিংবা ‘কুচ কুচ হোতা হ্যায়’, অথবা ‘দিল তো পাগল হ্যায়’ মেয়ে দর্শকদেরই বেশি পাগল করেছে। কিন্তু কেন? বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শাহরুখের মেয়ে দর্শকদের কথায়- ‘নায়ক হিসেবে শাহরুখ ‘আকর্ষণীয়’, যাঁর সঙ্গে নিজেকে মেলানো যায়। তিনি ‘মজা’ করতে পারেন, বুদ্ধিদীপ্ত ‘ব্যঙ্গ’ করতে ওস্তাদ। সাক্ষাৎকারে স্পষ্ট করে তাঁর কথা প্রকাশ পায় এবং খ্যাতি এবং অর্থের জন্য তাঁর যে চেষ্টা তা নিয়ে তাঁর কোনো ‘লজ্জা’ বা কুণ্ঠা নেই। শাহরুখ খুব ‘ম্যাচো’ নায়ক হয়তো নয়, কিন্তু সংবেদনশীল এবং যে নারীর প্রেমে তিনি পড়েন তাঁকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে তিনি প্রস্তুত। ‘মেয়েদের জন্য তাঁর যে ভালোবাসা, সে জন্যই আমরা তাঁকে ভালোবাসি।’ জানা গেছে, ভারতের প্রখ্যাত লেখিকা শ্রায়ানা ভট্টাচার্য শাহরুখ খানের ওপর একটি বই রচনা করতে গিয়ে শাহরুখ সম্পর্কে তাঁর ডজন ডজন নারী ফ্যানকে এই প্রশ্ন করে প্রায় একই উত্তর পেয়েছেন। লেখিকা শ্রায়ানা বলেন, ‘স্বপ্ন, উদ্বেগ, প্রেম এবং সঙ্গী পছন্দ নিয়ে মেয়েদের যে নিরন্তর লড়াই, যন্ত্রণা- তার সঙ্গে যেন কোথাও তাঁদের শাহরুখপ্রীতির যোগসূত্র রয়েছে।’ শ্রায়ানা ভট্টাচার্য প্রায় ২০ বছর ধরে বিভিন্নভাবে, বিভিন্ন সময় শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে উত্তর ভারতের বহু নারীর সঙ্গে খোলামেলা আলাপচারিতা থেকে এসব উত্তর পেয়েছেন। এসব নারীর মধ্যে বিবাহিত, অবিবাহিত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান- সব ধরনের মানুষ আছে। তাঁদের অনেকে পরিবারে সুখী, অনেকে অসুখী, অতৃপ্ত। বিস্তারিত