ইতোমধ্যে নৌকার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দুই ডজন প্রার্থীর, রয়েছেন জনপ্রিয় দলীয় নেতাও, জোটকে ছাড়তে হবে আসন, দীর্ঘদিন এলাকায় আধিপত্য রাখা এমপিদের পরিবারের বিরুদ্ধে লড়তে অনড় অনেকেই, মনোনয়ন পেয়েও ভরাডুবির শঙ্কা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে নমনীয় থাকবে- এমন ঘোষণা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে না আসে, সেজন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে বিকল্প প্রার্থী রাখার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে এমন ঘোষণা দেন। দলীয় প্রধানের এ ঘোষণার পর ঘুম হারাম হয়েছে নৌকাপ্রাপ্ত অনেক প্রার্থীর। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের হয়ে লড়তে প্রতীক পেলেও স্বস্তিতে নেই তারা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থীর চোখ রাঙানিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না মনোনয়ন পাওয়া অনেক মন্ত্রী-এমপি। এ ছাড়া যারা নৌকা পেয়েছেন বিশেষ করে ১৪-দলীয় জোটের শক্তিশালী প্রার্থীদের আসনে যারা মনোনয়ন পেয়েছেন সমঝোতার কারণে তাদের নৌকা ছাড়তে হতে পারে। আবার বিএনপি যদি ভোটে আসার ঘোষণা দেয় সে ক্ষেত্রে যে কোনো মুহূর্তে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রেও নৌকা থেকে নামতে হতে পারে অনেক প্রার্থীর। সব মিলে দলীয় বিদ্রোহী প্রার্থী ও জোটের ছাড়ের শঙ্কার কারণে টেনশনে রয়েছেন নৌকার মাঝিরা।বিস্তারিত