রাজধানী ঢাকা ও গাজীপুরে দুইটি বাস এবং সিরাজগঞ্জে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে এ আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বুধবার (২৯ নভেম্বর) যানবাহনগুলোতে আগুন দেয়া হয়েছে।
তিনি আরো জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে রাজধানীর ধোলাইপাড়ে তুরাগ পরিবহনের একটি বাসে ও সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। কে বা কারা বাস ও ট্রাকে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলাচল করলেও আভ্যন্তরীণ রুটের বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এরপর এদিন সকাল থেকেই সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও রয়েছে দলটির।
সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর থেকে শুক্র, শনি ও মঙ্গলবার ছাড়া টানা অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। মাঝখানে ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছিল দলটি।