দলীয় স্বতন্ত্র প্রার্থীও চূড়ান্ত করে দেবে আওয়ামী লীগ!

দলীয় স্বতন্ত্র প্রার্থীও চূড়ান্ত করে দেবে আওয়ামী লীগ!

জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বারের মতো ‘দলীয় স্বতন্ত্র প্রার্থী’ও নির্ধারণ করে দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দল মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীদের পাশাপাশি কোন কোন আসনে দলীয় মনোনয়ন-বঞ্চিত কারা কারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা দলের কেন্দ্র থেকে চূড়ান্ত করে দেওয়া হবে। তবে দলের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে যারা দলীয় মনোনয়ন পাননি, তারা কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না।

 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে মতবিনিময়কালে দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল, দলের মনোনয়ন-বঞ্চিতরা কেউ কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে দল বাধা দেবে না। দল মনোনীত প্রার্থীরা কেউ যেন স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ সৃষ্টি না করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার চেষ্টা না করেন— সেই ব্যাপারেও সতর্ক করে দেন আওয়ামী লীগের হাইকমান্ড। আওয়ামী লীগ ২৯৮টি আসনে দল মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের পর দেখা যায়, দলের বর্তমান এমপিদের মধ্যে ৭২ জন এবার মনোনয়ন পাননি। তাদের কেউ কেউ ইতিমধ্যেই স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এছাড়া বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন-বঞ্চিতদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এতে কোনো কোনো নির্বাচনি এলাকায় ইতিমধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। এছাড়া দলীয় নেতাদের অনেকে ব্যাপকহারে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বিভিন্ন এলাকায় দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দল মনোনীত প্রার্থীরাও দুশ্চিন্তার পাশাপাশি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়েছেন।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ