অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। শেষ দিন পর্যন্ত মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম।
ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ৩০৩ জন (পাঁচটি আসনে দুজন করে প্রার্থী দিয়েছে দলটি, দুটি আসনে রেখেছে ফাঁকা), লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ৩০৪ জন (১৮টি আসনে দুজন করে প্রার্থী রয়েছে দলটির), তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রার্থী ১৫১ জন, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) প্রার্থী ১১৬ জন, জাকের পার্টির (গোলাপ ফুল) প্রার্থী ২১৮ জন।
নির্বাচনে মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৯১ জনকে প্রার্থী করেছে, ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রার্থী ১৪২ জন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী (গামছা) ৩৪ জন, ইসলামী ঐক্যজোটের (মিনার) প্রার্থী ৪৫ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) প্রার্থী ৩৯ জন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির (হাতুড়ি) প্রার্থী ৩৩ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা) প্রার্থী ৪৭ জন, আর সারাদেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭৪৭ জন।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত