নির্বাচন ২০২৪ আ.লীগের শত শত নেতা স্বতন্ত্র হয়ে ভোটে মনোনয়নপত্র দাখিল

নির্বাচন ২০২৪ আ.লীগের শত শত নেতা স্বতন্ত্র হয়ে ভোটে মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির বিপুলসংখ্যক নেতা। দলের মনোনয়ন চেয়ে বিমুখ হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন তারা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন আসনে আওয়ামী লীগের কিয়েক শ’ বিদ্রোহী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমান মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে দলের হেভিওয়েটদের বিরুদ্ধেও দাঁড়িয়ে গেছেন এক বা একাধিক নেতা। এর মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী যেমন আছেন, তেমনি আছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। এদিন সারা দেশেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগসহ নিবন্ধিত ৩০টি দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সারা দেশে সব মিলিয়ে ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ২৯৮ জন। এ ছাড়া দলটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়া নেতাকর্মীরা স্বতন্ত্র, নাকি বিদ্রোহী প্রার্থী—এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘যারা নৌকার মনোনয়ন চেয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিলে হবেন বিদ্রোহী। আর যারা মনোনয়ন চাননি, কিন্তু নির্বাচনে অংশ নেবেন, তারা হবেন স্বতন্ত্র।’’বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ