দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনআসন ছাড়ের কৌশল ঠিক করছে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনআসন ছাড়ের কৌশল ঠিক করছে আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক ও অংশগ্রহণকারী দলগুলোকে কোন কোন আসনে ছাড় দেবে তার জন্য কৌশল ঠিক করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ নিয়ে শরিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য দলকে কোথায় কোথায় ছাড় দেওয়া যায় সে বিষয়টিও ক্ষমতাসীনদের ভাবনায় রয়েছে। বিজয় দিবসের আগে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের নেতারা বলেছেন, নির্বাচনে ২৯৮ আসনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে যেসব দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের এবং ১৪ দলীয় জোটের শরিকদের কিছু আসনে ছাড় দেওয়া হবে। আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এ ক্ষেত্রে বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা এবং পরিস্থিতি বিবেচনা করে আওয়ামী লীগের দু-একজন গুরুত্বপূর্ণ নেতা ও এমপির আসন ছাড়ের বিষয়টি প্রাথমিক আলোচনায় আছে।

নির্বাচনী জোটের আসন ভাগাভাগির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের চিন্তাভাবনা হচ্ছে, ১৪ ডিসেম্বরের পরে এগুলো চূড়ান্ত করব।’ কেমন ছাড় দিতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো স্পেকুলেশন। ফাইনাল করলে বোঝা যাবে।’

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ১৪ দলীয় জোটের শরিক ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএম, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোটকে কিছু আসনে ছাড় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও কোন কোন আসনে ছাড় দেওয়া হতে পারে এবং কীভাবে তা সমন্বয় করা হবে, সে বিষয়ে কৌশল নির্ধারণ করা হচ্ছে। চূড়ান্ত হলে দলগুলোকে জানাবে বিষয়গুলো।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ