নিজস্ব প্রতিবেদক
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি বদলির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বলেন, দু-এক দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রজ্ঞাপন পেলেই আপনারা সব জানতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ডিএমপি বা অন্য কোনো একক ইউনিট নয়, সারা দেশেই এই ওসি বদলির প্রক্রিয়া শুরু হবে। ছয় মাসের অধিককাল কর্মস্থলে আছেন এমন প্রায় সব কর্মকর্তাকেই পর্যায়ক্রমে বদলি করা হবে বলেও জানান ডিএমপির এই দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা।
এ কে এম হাফিজ আক্তার বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী ওসি বদলপ্রক্রিয়া শুরু হবে। দু-একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। এখানে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩৪ হাজার সদস্য কর্মরত। ডিএমপির থানার সংখ্যা ৫০। ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), সে হিসেবে ডিএমপির অধিকাংশ থানার ওসি বদলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।