দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিকদের নিয়ে বৈঠক হলেও কোন কোন আসনে ছাড় দেওয়া হচ্ছে- তা জানানো হয়নি।
১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম শরিক দলের নেতাদের নিয়ে আলাদা বৈঠক করবেন। তাদের জানিয়ে দেবেন কাকে কোন আসন ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়াও বৈঠকের বিষয়বস্তু নিয়ে আজ দুপুরে সাংবাদিকদের ব্রিফ করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাতে গণভবনে জোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত আসে। শরিকরা দলের নেতারা নৌকা নিয়ে ভোট করবেন নাকি তাদের দলের নিজস্ব প্রতীকে করবেন সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যা ছয়টার পর বৈঠক শুরু হয়ে রাত প্রায় দশটা পর্যন্ত চলে। আওয়ামী লীগ সভানেত্রী ও জোট প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আকতার, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্র্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শহীদুল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্তারিত