ভোট ঠেকাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি

ভোট ঠেকাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি

হরতাল-অবরোধে সীমাবদ্ধ না থেকে ফাঁকে ফাঁকে ভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি। সামনের দুই সপ্তাহ সমাবেশ-মানববন্ধনের মতো আরো কয়েকটি কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এর মাধ্যমে মূলত রাজপথে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখানোর পথ খোঁজা হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারণী সূত্র থেকে জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত হরতাল-অবরোধের বাইরে থাকার চেষ্টা ছিল, কিন্তু নেতাকর্মীরা মাঠে নামলে গ্রেপ্তার হচ্ছেন।

ফলে স্বাভাবিকভাবে কর্মসূচি পালন করতে পারছেন না তাঁরা। তাই হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে অন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কালের কণ্ঠকে বলেন, ‘১৮ ডিসেম্বর পর্যন্ত অবরোধ চলবে। এর ফাঁকে ফাঁকে ভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে।

’ 

গত সাত দিনে বিএনপির স্থায়ী কমিটির তিনটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। এর বাইরে বিএনপির ঢাকা মহানগরের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। সব বৈঠকে হরতাল-অবরোধের বিকল্প কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচনী প্রতীক বরাদ্দের পর আর কী কর্মসূচি দেওয়া যায়, তা নিয়েও নীতিনির্ধারকরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ