এবার ফাঁদে প্রিয়াংকা চোপড়া

এবার ফাঁদে প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক

কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর আতঙ্ক। প্রথমে রাশমিকা মান্দানা, তার পর আলিয়া, ক্যাটরিনা, কাজল। আর এবার ডিপফেকের ফাঁদে বলিউডের ‘দেশিগার্ল’ প্রিয়াংকা চোপড়া। তবে শুধুই ভিডিও নয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ডিপফেক অডিও।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে প্রিয়াংকার একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপটিকে ব্যবহার করা হয়েছে, তার অন্য একটি ভিডিওতে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সেই অডিওর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে প্রিয়াংকার কথা। ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিশও দিয়েছেন পিগি চপস। যা কিনা একেবারেই ভুয়া। তবে সাইবার মাধ্যম সূত্রে খবর, প্রিয়াংকার এই অডিও ক্লিপ ডিপফেক প্রযুক্তিতে তৈরি।

 

নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার! সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

বিনোদন শীর্ষ সংবাদ