আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৯ দলের ২৮টিই আওয়ামী লীগের আনুকূল্য পেতে চায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেউই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে রাজি নয়। ভোটে অংশ নেওয়া অন্তত ২০টি দল সরাসরি নৌকায় নির্বাচন করতে আগ্রহী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন শরিক ১৪ দলের নেতারা চান নৌকা প্রতীকে ভোট করতে। আর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিভিন্ন ইসলামী দল, কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএমসহ সব দলই চায় আসন সমঝোতা। তারা চান তাদের পছন্দের আসনগুলোতে নৌকা প্রতীকসহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যাতে না থাকে। নিশ্চিত জয় চান তারা। সে কারণে আনুকূল্য পাওয়ার জন্য এখন আওয়ামী লীগের কাছে ঘুরঘুর করছে ভোটে অংশ নেওয়া সব দল। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছেন। শেষ পর্যন্ত কয়টি দল আওয়ামী লীগের কাছ থেকে আনুকূল্য পাচ্ছে তা জানার জন্য হয়তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানা যায়, নির্বাচন কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। তারমধ্যে ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। রাজপথের বিরোধী দল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৫টি দল ভোটে যাচ্ছে না। নিরপেক্ষ সরকারের দাবিতে নির্বাচনে না যাওয়া দলগুলো আন্দোলন করে যাচ্ছে। আসন সমাঝোতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি একাধিক বৈঠক করলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। বৈঠকের বিষয়বস্তু নিয়েও কঠোর গোপনীয়তা অবলম্বন করছে দল দুটি। জাতীয় পার্টি এর আগে তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন করলেও এবার নির্বাচনকে অর্থবহ করতে জাতীয় পার্টির কর্মীবান্ধব নেতাদের প্রাধান্য দিতে চায় ক্ষমতাসীনরা। বিশেষ করে জাতীয় পার্টির যেসব সংসদ সদস্য এলাকায় নিয়মিত যোগাযোগ রক্ষা করে সংগঠন করেছেন এবং নিজস্ব জনবল দিয়ে কেন্দ্র কমিটি করার সক্ষমতা রয়েছে তাদের আবারও সংসদে আনার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে এবার মনোনয়ন নিয়ে দুশ্চিন্তায় জাতীয় পার্টির অধিকাংশ সংসদ সদস্য। বিস্তারিত