ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার পর দেশে পেঁয়াজের বাজারে রীতিমতো অস্থিরতা তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অবস্থা এমন যে, সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। বাজারের এই অস্থিরতায় অনেকে আবার একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ কিনতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। গতকাল শনিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা দুই দিন আগে গত বৃহস্পতিবার মানভেদে ১০০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
অর্থাৎ, দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০০ টাকার বেশি বেড়েছে। পেঁয়াজ আমদানিকারকেরা বলেছেন, হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের দাবি জানান তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ইত্তেফাককে বলেছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে অভিযান চালানো হবে।
আমাদের হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানিয়েছেন, ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় হিলি স্থলবন্দরের মোকামে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। বন্দরের মোকাম ঘুরে দেখা গেছে, গত শুক্রবার বাংলা হিলি বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৮০-৯০ টাকা দামে বিক্রি হচ্ছিল। কিন্তু ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় গতকাল শনিবার সকাল থেকে ১৬০-১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা দামে। বিস্তারিত