সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৭৪৩ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৭৪৩ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪৩ টন ভারতীয় পেঁয়াজ এসেছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এ পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। এখন শুধু খালাসের অপেক্ষায়।

 

রোববার (১০ ডিসেম্বর) সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৯ ডিসেম্বর) থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলেও দেশে আমদানি হয়েছে। আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য এলসি করেছিল, সে পেঁয়াজগুলো এখন স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা তিনি নিশ্চিত নন।

শীর্ষ সংবাদ সারাদেশ