কলকাতায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে বঙ্গবন্ধুর ছাত্রজীবনের স্মৃতি-বিজড়িত মৌলানা আজাদ কলেজ (পূর্বতন ইসলামিয়া কলেজ)-এর বেকার হোস্টেলে তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদের নেতৃত্বে উপ-হাইকমিশনের রাজনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার ও তথ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপ-হাইকমিশনের সকল কর্মচারী, কলকাতায় বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য রবিন দেব ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দিবসটি উপলক্ষে উপ-হাইকমিশন প্রাঙ্গণে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলকাতার ৯টি স্কুলের একশত শিক্ষার্থী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়া উপ-হাইকমিশনের আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ২২০টির আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয়